

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বুধবার নতুন করে আরো চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে কুষ্টিয়ায় মোট ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে বুধবার ২০টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ১৬টি নেগেটিভ ও চারটি পজেটিভ। নতুন শনাক্ত চারজনের মধ্যে দুজনের বাড়ি মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া, একজন দৌলতপুর উপজেলার মোবাড়িয়া ও একজন কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার। আক্রান্তরা সকলেই পুরুষ। কুষ্টিয়ায় মোট আক্রান্তদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। আক্রান্তরা সকলে হোম আইসোলেশনে রয়েছেন।












