অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরইমধ্যে করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। বুধবার সকালে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সবশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।
যুক্তরাষ্ট্রের বাসিন্দারা এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬ লাখ ১৪ হাজার ২৪৬ জনের শরীরে। মারা গেছেন ২৬ হাজার ৬৪ জন।
আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০ জন এবং মারা গেছেন ১৮ হাজার ২৫৫ জন।