করোনাভাইরাস : বিশ্বজুড়ে মৃত্যু ৪ লাখের কাছাকাছি

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার লাখের কাছাকাছি। সংক্রমিত ৬৭ লাখের মতো। ২৪ ঘণ্টায় আরও সাড়ে পাঁচ হাজারের মতো মানুষ মারা গেছেন। একদিনে নতুনভাবে শনাক্তের রেকর্ড এক লাখ ২৯ হাজার ছাড়াল।

এর মাঝে, যুক্তরাষ্ট্রেই গত তিনদিন যাবৎ হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। দেশটিতে নতুনভাবে শনাক্ত আরও ২২ হাজার রোগী। এ পরিস্থিতিতে, বিক্ষোভকারীদের অবশ্যেই করোনা পরীক্ষার নির্দেশ দিলেন নিউইয়র্ক গর্ভনর।
গেল তিনদিন ধরে হাজারের ওপর প্রাণহানি দেখছে ব্রাজিলও। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী শনাক্ত হচ্ছে লাতিন দেশটিতে। এদিকে, ইউরোপের দেশগুলোয় লকডাউন শিথিলের পর হঠাৎই বেড়েছে করোনায় মৃত্যু আর সংক্রমণ। ব্রিটেন ১৫ জুন থেকে কড়াকড়ি শিথিল করলেও, গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

ভাইরাসের প্রকোপ ঠেকাতে ১৫ শহরে ছুটির দিনে লকডাউনের ঘোষণা দিয়েছে তুরস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *