করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না, বিশ্বে আরও ৪ হাজার ২শ’ মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক : দীর্ঘ আট মাস ধরে বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে একযোগে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। কোনওভাবেই থামানো যাচ্ছে না এর ধ্বংসযজ্ঞ। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত ২ কোটি ৫৪ লাখের মতো মানুষ। গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ২শ’ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।

একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় সোয়া দু’লাখ। মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র-ব্রাজিল; দু’দেশেই রবিবার প্রাণহানি নেমে আসে ৪শ’র নিচে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত পৌনে ৬২ লাখ মানুষ।
কোভিড-১৯ এ পর্যন্ত প্রায় ১ লাখ ২১ হাজার মৃত্যু দেখেছে ব্রাজিল। আক্রান্ত পৌনে ৩৯ লাখ।

মৃত্যুতে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ মেক্সিকোতে প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়েছে।

পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে কলম্বিয়া, পেরু, আর্জেন্টিনা’সহ লাতিন আমেরিকার দেশগুলোতে।

জুনের পর প্রথম রেকর্ড ১৭শ’র বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এছাড়া সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *