চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় নতুন করে ছয় পুলিশসহ ১১ করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দর্শনা থানার এক এসআই, চার এএসআই ও এক কনস্টেবল রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১২ জনে। এদের মধ্যে ইতিমধ্যেই ৭৭ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন একজন।
শনিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ল্যাব থেকে ২৯টি নমুনার প্রতিবেদন এসেছে তার মধ্যে ১১ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দর্শনা থানার এসআই, এএসআই ও এক কনস্টেবলসহ ৬ জন ও আলমডাঙ্গা উপজেলায় ৫ জনসহ মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।