অনলাইন ডেস্ক : বেইজিংয়ের পাশেই অন্তত চার লাখ মানুষকে লকডাউনে রেখেছে চীন। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুনভাবে বেড়ে যাওয়ার জেরে দ্বিতীয় ধাপের সংক্রমণ ঠেকাতেই এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিল চীন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের পাশেই হুবেই প্রদেশের আনসিন কাউন্টি লকডাউন করে দিয়েছে শি জিনপিংয়ের সরকার।
এর আগে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। তারপর সারাবিশ্বে এখন পর্যন্ত এক কোটি দুই লাখ ৬৭ হাজার দু’শ ৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে পাঁচ লাখ চার হাজার সাতশ ৫৭ জন।
তার মধ্যে চীনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৮৩ হাজার পাঁচশ ১২ জন এবং মারা গেছে চার হাজার ছয়শ ৩৪ জন। আর এর মধ্যে করোনাভাইরাসের দ্বিতীয় ঝড় কোনোভাবেই দেখতে রাজি নয় দেশটির স্বাস্থ্য বিভাগ। সে কারণে সংক্রমণ বাড়তেই কঠোর লকডাউনের ব্যবস্থা করা হয়েছে।সূত্র : বিবিসি