ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে তিন পুলিশ ও দুই বিটিসিএল কর্মকর্তাসহ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছে আরও একজন।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাঃ প্রসেনজিত বিশ্বাস পার্থ। তিনি জানান, বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ট্রাক-টার্মিনাল পাড়ার তাইজুল ইসলাম নামের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে করোনার উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া মো. আল মামুন নামের এক জন মারা গেছেন।জেলাতে নতুন করে সুস্থ হয়েছে আরও ৫ জন এবং এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৬৬ জন মানুষ। এপর্যন্ত জেলাতে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৪৫টি যার মধ্যে ফলাফল পাওয়া গেছে ২৪৭২টি। জেলায় সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২১ জন।