বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শনিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৮ জন। নতুন ৪৮ জন নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৩ হাজার ৬৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় মারা গেছেন নতুন করে ১ জন। এনিয়ে মোট করোনায় মারা গেলেন ৬৭ জন।
শনিবার সকাল ১১টায় অনলাইন বিফ্রিংয়ে বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ফারজানুল হক জানিয়েছেন, জেলায় ১০ জুলাই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ১৬৯৯ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮৮ নমুনা পরীক্ষা করে ২৩ জনের পজিটিভি ও টিএমএসএস বগুড়ার ৬৯ টি নমুনার মধ্যে পজিটিভি হয় ২৫টি। এরমধ্যে পুরুষ ২৫ জন, নারী ১৮ জন ও শিশু ৫ জন। আর বগুড়া সদরে আক্রান্ত হয়েছে ৩০ জন। এছাড়া শেরপুরে ৪, গাবতলী ৪, শিবগঞ্জে ৩, আদমদিঘি ৩, শাজাহানপুরে ২, কাহালু ও সারিয়াকান্দি ১ জনে করে আক্রান্ত হয়েছে। নতুন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৪টি। মোট নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৮৩৯ জন। আর পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৮০টি নমুনার।