অনলাইন ডেস্ক : বিশ্বে মহামারী করোনাভাইরাস সংক্রমণে ইউরোপের দেশ জার্মানিকে পেছনে ফেলেছে বাংলাদেশ। করোনা আক্রান্তে জার্মনি এখন ১৭তম, তার একধাপ উপরে ১৬তম স্থানে আছে বাংলাদেশের নাম। চীন ও ফ্রান্সের করোনা সংক্রমিত ব্যক্তির তুলনায় বাংলাদেশে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেশি।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, নতুন করে ২ হাজার ৪৫৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। তাতে সরকারি হিসেবে দেশে মোট করোনারোগী দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় ৩৭ জনসহ মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৮ জনের।
ওয়ার্ল্ডোমিটারের হিসেব মতে, মধ্য পশ্চিম ইউরোপের দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২ হাজার ৫৭২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৬২ জনের, সুস্থ হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৮০০ জন। সুস্থ ও মৃত্যু বাদ দিলে জার্মানিতে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনা রোগী রয়েছে ৫ হাজার ৬১০ জন।