করোনাভাইরাস মহামারি প্রতিবছর আসবে না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতির মাঝেই সুখবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানাল, সারা বিশ্বে করোনা ভয়াবহ হয়ে উঠলেও ইনফ্লুয়েঞ্জার মতো প্রতিবছর নির্দিষ্ট ঋতুতে আর হাজির হবে না এই মারণভাইরাস। ব্যাপক আকার ধারণ করার পর ধীরে ধীরে কমে যাবে এই ভাইরাসের প্রদুর্ভাব।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, করোনা কোনো সিজনাল ভাইরাস নয়। কিংবা এটি বারবার ফিরে আসবে এমনটাও নয়। মানুষজন এখনো মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্ন রকম আচরণ করছে। তিনি বলেন, এই ভাইরাসটি সব ধরনের আবহাওয়ায় আক্রমণ করতে পারে।
করোনার ঢেউ নিয়ে তিনি বলেন, আমরা এখন প্রথম ঢেউয়ে আছি। বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে। তিনি আসলে বোঝাতে চেয়েছেন, ব্যাপক প্রকোপ বৃদ্ধি পাবে। এরপর ধীরে ধীরে কমে যাবে।সূত্র: এএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *