অনলাইন ডেস্ক : দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৩৪৭ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১,০৮৫ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশটিতে মোট করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৫৬ লাখ ৪৬ হাজার ১১ টি। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লাখ ৬৮ হাজারের বেশি।
সুস্থ হয়ে উঠেছে মোট ৪৫ লাখ ৮৭ হাজার ৬১৪ জন। ভারতজুড়ে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৯০ হাজার ২০ জনের।