ভারত লাগামহীন সংক্রমণে দিশেহারা, একদিনে আক্রান্ত ১ লাখ ১৫ হাজার

অনলাইন ডেস্ক :

 

প্রাণঘাতী করোনাভাইরাসের লাগামহীন সংক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ভারত। সংক্রমণের সব রেকর্ড ছাড়িয়ে দেশটি নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে ১ লাখ ১৫ হাজার ২৪৯ জন আক্রান্ত হয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারীতে দেশটিতে দৈনিক সংক্রমণের এটিই সবচেয়ে বড় পরিসংখ্যান।

 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় প্রভাবশালী পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’ এ খবর দিয়েছে।
এর আগে রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একদিনে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন আক্রান্তের খবর দেয়। বুধবারের পরিসংখ্যান সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

 

এদিকে ওয়ার্ল্ডওমিটারের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৩১ জন।

 

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৮ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ২০৮ জন।

 

গত ২৪ ঘণ্টায় ১২ লাখ ৮ হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ২৫ কোটি ১৪ লাখ ৪০ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হল।

 

টাইমস অব ইন্ডিয়া বলছে, ২৪ ঘণ্টায় ৬৩০ জনের মৃত্যু হয়েছে, যা গত ৪ মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *