বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও আক্রান্ত হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়েছেন ১২৩ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৯ জন সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭২ জন।
বৃহস্পতিবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৪৩ জন, দুপচাঁচিয়ায় ৩ জন, আদমদীঘিতে ২ জন, শেরপুরে ২ জন এবং শিবগঞ্জে ১ জন রয়েছেন এবং পুরুষ ৩৪ জন, নারী ১৬ জন ও শিশু একজন রয়েছেন।
ডা. ফারজানুল ইসলাম আরও জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩২ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩০টি নমুনা পরীক্ষা করে ১৯ জন পজিটিভ। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৫০৪৯ জন, সুস্থ হয়েছেন ৩৭৭২ জন, মারা গেছেন ১১২ জন। চিকিৎসাধীন আছেন ১১৬৫ জন।