সিনহা হত্যার ঘটনায় সরকার বিব্রত : মাহবুব-উল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় সরকার বিব্রত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকার যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যই বিব্রত। এ ঘটনায় সরকার বিব্রত, কষ্ট পেয়েছে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। মেজর সিনহা হত্যায় দোষী প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, করোনাভাইরাস ছড়াতে সরকার সহযোগিতা করছে- এ ধরনের বক্তব্য একেবারেই হাস্যকর। যাঁরা এ ধরনের কথা বলছেন, তাঁরা সুস্থ আছেন কি না সন্দেহ আছে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য (কুষ্টিয়া-১) আ ক ম সরোয়ার জাহান বাদশা, (কুষ্টিয়া-৪) সেলিম আলতাফ জজ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাত ও জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *