কুষ্টিয়ায় নতুন করে ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ২,১২৬ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে ৭১ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,১২৬ দাঁড়ালো।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ১০ আগস্ট ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ২৮৩, চুয়াডাঙ্গা ৩৫, ঝিনাইদহ ৫৫ ও মেহেরপুর ৩) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৩৪ জন, কুমারখালী উপজেলার ১২ জন, দৌলতপুর উপজেলার ৫ জন, খোকসা উপজেলার ৯ জন, ভেড়ামারা উপজেলার ৭ জন ও মিরপুর উপজেলার ৪ জনসহ কুষ্টিয়ায় মোট ৭১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার ১২ জন, ঝিনাইদহ জেলার ২১ জন ও মেহেরপুর জেলার ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩৪ জনের ঠিকানাঃ হাউজিং ডি ব্লক ২ জন, হাউজিং ডি/৬৪ ৩ জন, কে জি এইচ ৮ জন, চৌড়হাস ১ জন, ৫৮/২ চৌড়হাস কাঁচা বাজার ১ জন , বেলঘোরিয়া ১ জন, হাজরাহাটি ১ জন, আলমপুর ১ জন, থানা পাড়া ২ জন, বারখাদা ১ জন, গোরস্থান পাড়া ১ জন, নতুন কোর্ট পাড়া ১ জন, অর্থপেডিক হাসপাতাল পাড়া ১ জন, সোনাইডাঙা ১ জন, জাহান মঞ্জিল কোর্ট পাড়া ১ জন, মেডিকেল কলেজ ১ জন, ঈদগা পাড়া ৫ জন, উপজেলা কৃষি অফিস ১ জন ও ইন্দ্রা মোড় উপজেলা রোড ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ১২ জনের ঠিকানাঃ সারকান্দি ২ জন, কাউন্সিলর ১ জন, সোনালী ব্যাংক ১ জন, মাহেন্দ্রপুর ১ জন, বরুরিয়া এন পুর ১ জন, নগর কয়া ১ জন, ইউপি স্টাফ কোয়ার্টার ১ জন, খায়ের চাড়া ১ জন, সদোকি ১ জন, অগ্রণী ব্যাংক ১ জন ও চড়াইখোল ১ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ  পল্লী বিদ্যুৎ অফিস ১ জন ও ভারোল ছাতিয়ান ৩ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ চাক সোনাইকুন্ডি হোগোলবাড়িয়া ১ জন ও দৌলতপুর ৪ জন।

খোকসা উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানাঃ কমলাপুর ৩ জন, থানা পাড়া ১ জন, হাসপাতাল গেট ১ জন, ইউপি কয়া ১ জন, দুধরাজপুর ১ জন, খোকসা পাতাল গেট ১ জন ও চাপাইগাছি ১ জন ।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানাঃ  চড় গোলাপ নগর ১ জন, নবগঙ্গা সাতবাড়িয়া ১ জন, বাহির চড় ১ জন, কলেজ পাড়া ১ জন, নওদা পাড়া ১ জন, রথ পাড়া ১ জন ও বড়িয়া ১ জন।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ২,১২৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১,৪৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৪ জন ( আজকের ২ জনের মৃত্যুসহ)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *