নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ জনে।
শনাক্ত হওয়া ওই দুজন হলেন জেলা সদরের বাড়াইপাড়ায় এক পুলিশ সদস্যের স্ত্রী (৩২) ও ডিমলা উপজেলার নাউতারা গ্রামের ২৭ বছরের এক যুবক।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাদের নমুনা পরীক্ষার ফলাফল সন্ধ্যায় জেলা স্বাস্থ্যবিভাগে আসে। সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন সোমবার সন্ধ্যায় নতুন করে ২ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।