করোনাভাইরাস : ভারতে রেকর্ড একদিনে ১০ লাখ পরীক্ষা

অনলাইন ডেস্ক : আমেরিকা, ব্রিটেন, ব্রাজিলের পর প্রাণঘাতী করোনাভাইরাসের ‘হটস্পটে’ পরিণত হয়েছে ভারত। দেশটিতে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৮৭৮ জন। দেশটিতে এখনও পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জনের।
গত বুধবার সুস্থতার সংখ্যা পার হয়েছে ২০ লাখ। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ লাখ ২২ হাজার ৫৭৭ জন। সুস্থতার হার ৭৪.৭ শতাংশ।

মৃত্যুর হার ক্রমেই হ্রাস পেলেও এখনও পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। এখনও পর্যন্ত ভারতে করোনায় প্রাণহানির সংখ্যা ৫৫ হাজার ৭৯৪। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৯৪৫। মৃত্যুর হার ১.৯ শতাংশ।

শুক্রবার একদিনে ১০ লাখ নমুনা পরীক্ষার মাইলস্টোন পার করল ভারত। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুহার হ্রাসের এটি অন্যতম কারণ মনে করা হচ্ছে।

করোনা আক্রান্তের নিরিখে এখন বিশ্বের তৃতীয় স্থানে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। সূত্র: জিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *