অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজারেরও বেশি। খবর আনন্দবাজারের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৫ হাজার ৭৬০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জন।
এ ছাড়া নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩ জনের। এ নিয়ে দেশে মোট ৬০ হাজার ৪৭২ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।
গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৮.১৯ শতাংশ। পরীক্ষা হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৯৯৮ জনের, যা বুধবারের তুলনায় প্রায় এক লাখ বেশি।
তবে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমন প্রচুর মানুষ সুস্থও হয়ে উঠছেন। এখন পর্যন্ত মোট ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ ভারতে মোট আক্রান্তের তিন চতুর্থাংশেরও বেশি সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজার ১৩ জন।