বাংলাদেশে নতুন সনাক্ত ১৮৯২, মৃত্যু ৩৬ জন

অনলাইন ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসের আগ্রাসন চলছেই। টেস্ট কমে গেলেও নতুন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯২ জন। মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৮৯২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন। আর গত এক দিনে মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৫৫২ জনে দাঁড়াল। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ২৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ২৭ হাজার ৮০৯ জনে।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। গত ২৬ অগাস্ট আক্রান্তের সংখ্যা ৩ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৭ সেপ্টেম্বর সেই সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই সর্বোচ্চ ৬৪ জন মারা যায়। বিশ্বে সনাক্তের দিক থেকে বাংলাদেশ ১৫তম, আর মৃতের সংখ্যায় আছে ২৯তম অবস্থনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *