যেভাবে ফেসবুকের অনেক স্ট্যাটাস একসঙ্গে ডিলিট করবেন

অনলাইন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমটি নতুন একটি টুল নিয়ে এসেছে, যার মাধ্যমে পুরনো অনেক পোস্ট ডিলিট করা যাবে একসঙ্গে।

যেভাবে অনেক পোস্ট একসঙ্গে ডিলিট করবেন-
একসঙ্গে অনেক পোস্ট ডিলিটের কাজটি ডেস্কটপে ফেসবুক ব্যবহার করে ডিলিট করা যাবে না। এটি শুধু ফেসবুকের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ থেকেই করা যাবে।

* প্রথমে ফেসবুক অ্যাপ চালু করে, সেখান থেকে প্রোফাইলে গিয়ে ডান পাশে থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করতে হবে।

* এরপর Activity Log থেকে Manage Activity অপশনে যেতে হবে।

* নতুন পেজ এলে Your Posts অপশনটি সিলেক্ট করতে হবে।

* যে পোস্টগুলো ডিলিট করবেন, সেগুলো বেছে নিয়ে বামদিকে থাকা Trash বাটনে ক্লিক করতে হবে। চাইলে পোস্টগুলো সংরক্ষণ করতে অৎপযরাব অপশনটিও বেছে নেয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *