অনলাইন ডেস্ক : ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড মৃত্যু দেখলো বিশ্ব। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবার একদিনে ৯ হাজারের বেশি মৃত্যু হয়েছে। একইসাথে রেকর্ড ৫ লাখ ৭১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে এদিন। এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৩০ হাজার। আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮৪ লাখ ২২ হাজার ছাড়িয়েছে।
ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ৩০ হাজার ৭৮৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৮৪ লাখ ২২ হাজার ১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ৪৮৩ জন।
ভোটের উন্মাদনার মধ্যে বুধবার দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। ১০ মাসে প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড এক লাখ ৬ হাজার মার্কিনীর দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। মারা গেছেন ১২শ’ মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু ২ লাখ ৪০ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৯৮ লাখ মানুষ। এখনো যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।