অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে মাত্র ১০ দিনেই ১০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গতকাল সোমবারই ১ কোটি ছাড়িয়েছে। আজ মঙ্গলবার সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ব্যক্তি। মারা গেছে ৪৭২ জন।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের দিন থেকেই গড়ে ১ লাখের ওপর করোনা রোগী শনাক্ত হচ্ছে।
৫০টি রাজ্য, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া এবং দেশটির অন্যান্য ভূখণ্ড মিলিয়ে যুক্তরাষ্ট্রের এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ১০ হাজার ৫৫২ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২ লাখ ৩৮ হাজার ২৫১ জন।