বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৩৭ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৩৭ লাখ ২২ হাজার ৯৭৬ জন।
একই সময়ে করোনায় মারা গেছেন ১৩ লাখ ৮ হাজার ৪৮৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭৪ লাখ ৯০ হাজার ৯১৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৫৯ হাজার ৮২৭ জন। আর মৃত্যু হয়েছে দুই লাখ ৪৯ হাজার ৯৪৮ জন।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৭৩ হাজার ২৪৩। এর মধ্যে এক লাখ ২৯ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *