ডিআইজি হলেন দুই নারীসহ ১১ পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক : পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। তাদের ডিআইজি (গ্রেড-৩) পদে পদোন্নতি দিয়ে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলতাফ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর সদয় অনুমোদন করেছেন।

ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান, হায়দার আলী খান, মনিরুল ইসলাম, মাহবুবুর রহমান ভুইয়া ও রুহুল আমিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মহা. আশরাফুজ্জামান ও বাসুদেব বণিক, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া এবং র‍্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *