বাংলাদেশের সবচেয়ে বড় সাইবার ঝুঁকি হলো ‘স্প্যাম’

অনলাইন ডেস্ক : প্রতিবছর বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্স রেসপন্স টিমের রিস্ক অ্যাসেসমেন্ট ইউনিট ‘বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ’ প্রতিবেদন প্রকাশ করা হয়ে থাকে।

 

এবারের প্রতিবেদনে দেখা যায়, ২০১৯-২০ সালের জন্য বাংলাদেশে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে স্প্যাম, যা গত বছর দ্বিতীয় বড় ঝুঁকি হিসেবে তালিকায় ছিল। দ্বিতীয় ঝুঁকি হিসেবে র‌্যানসমওয়্যার গত বছরের অষ্টম অবস্থান থেকে এবারের প্রতিবেদনে দ্বিতীয় স্থানে উঠে আসে।

 

এর পরের স্থানগুলোতে ফিশিং, ম্যালওয়্যার, ইনফরমেশন লিকেজের মতো ঝুঁকিগুলো স্থান করে নিয়েছে। বাংলাদেশের প্রথম ১০টি সাইবার ঝুঁকি হচ্ছে স্প্যাম, র‌্যানসমওয়্যার, ফিশিং, ম্যালওয়্যার, ইনফরমেশন লিকেজ, ইনসাইডার থ্রেট, আইডেনটিটি থেফট, ওয়েবভিত্তিক আক্রমণ, ডাটা ব্রিচ ও ডিনায়াল অব সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *