অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। তবে নতুন করে লকডাউনে যাচ্ছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতির মাঝে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীদের জন্য বিধিনিষেধ শিথিল করতে পারে সিঙ্গাপুর। সোমবার সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ভ্রমণ বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করা হবে।
এ বিষয়ে সিঙ্গাপুরের সরকারি ভাইরাস টাস্কফোর্সের সহকারী প্রধান লরেন্স ওয়াং বলেন, যদি পরিষ্কার প্রমাণ থাকে যে ভাইরাস ছড়ানোর ঝুঁকি নেই তাহলে আমরা অবশ্যই কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করবো।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিঙ্গাপুরে আসা বেশিরভাগ ব্যক্তিদেরকেই ১৪ দিনে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। গত সপ্তাহে এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করে সিঙ্গাপুর।
চলতি বছরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল। তবে করোনার প্রকোপ থাকায় এটি এখন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে।