চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা : কোয়ারেন্টাইন শেষে তদন্ত শুরুর প্রস্তুতি

অনলাইন ডেস্ক :

১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করেছেন করোনাভাইরাসের উৎস নিয়ে চীনের উহানে তদন্ত করতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের সদস্যরা। এবার মাঠ পর্যায়ে কাজ শুরু করতে যাচ্ছেন।

 

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে তারা কোয়ারেন্টাইন হোটেল ত্যাগ করেছেন। তদন্তকারী দল এবার গবেষণা ইনিস্টিটিউট, হাসপাতাল ও সামুদ্রিক খাদ্যপণ্যের বাজারের লোকজনের সাক্ষাৎকার নেওয়া শুরু করবেন।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানেই ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বেইজিং অবশ্য দাবি করেছে, চীন থেকে নয় বরং অন্য কোনো দেশ থেকে প্রাণঘাতী এই ভাইরাসের আর্বিভাব হয়েছে। বেশ কিছু শর্তের কারণে চীন প্রথম দিকে তদন্ত দলকে প্রবেশের সুযোগ দিতে অস্বীকার করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *