এমপিওভুক্ত হলেন আরও ২১৯ শিক্ষক

অনলাইন ডেস্ক :

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ২১৯ জন শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। তাদের মধ্যে ২০১৯ সালের এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষক ও নতুন শিক্ষকরা রয়েছেন। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, নতুন শিক্ষকদের এমপিও জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। আর ২০১৯ সালের এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ২০১৯ সালের জুলাই মাস থেকে কার্যকর হবে।

এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের মধ্যে এইচএসসি বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) শিক্ষাক্রমের ১২৯ জন, এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৫০ জন ও বিভিন্ন কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ৪০ জন শিক্ষক রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *