কুষ্টিয়ায় নতুন করে ১ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৪৩৬ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে  ১৭ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ১১৯ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৪৩টি (এর মধ্যে ২৯টি এন্টিজেন টেস্ট করা হয়েছে) ঝিনাইদহ জেলার ৪৬ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩০টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ০১টি এবং ঝিনাইদহ জেলার ০৪ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় আক্রান্ত ০১ জন ব্যক্তির বাড়ি খোকসা উপজেলায়।
 এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৪৩৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,০৫৯ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *