‘নিউইয়র্কের একটি ক্লিনিকের ৬৮ শতাংশ রোগী অ্যান্টিবডি পজিটিভ’

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি এলাকায় বিপুলসংখ্যক মানুষের মাঝে করোনাভাইরাস অ্যান্টিবডি পজিটিভ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস প্রকাশিত ওই ডাটায় দেখা যায়, কুইন্সের একটি করোনা ক্লিনিকের ৬৮ শতাংশেরও বেশি রোগী করোনাভাইরাসের অ্যান্টিবডি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। কুইন্সের জ্যাকসন হাইটসের অন্য একটি ক্লিনিকেরও ৫৭ শতাংশ রোগী অ্যান্টিবডি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে।

ব্রুকলিনের বেশির ভাগ শ্বেতাঙ্গ ও ধনিক শ্রেণির এলাকা কোবল হিলের একটি ক্লিনিকে কেবল ১৩ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া গেছে। ডাটাগুলো দেখায় যে সংখ্যালঘু ও শ্রমিক শ্রেণি মারাত্মভাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল এবং তারাই সম্ভবত প্রথমে প্রতিরোধক্ষমতা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *