২৫ এপ্রিল থেকে শর্ত সাপেক্ষে সকাল ১০ টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা

অনলাইন ডেস্ক :

 

জীবন জীবিকার বিষয় বিবেচনা করে ২৫ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা যাবে।

 

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি ২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়ার দাবি জানায়।

 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয় বৃহস্পতিবার থেকে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এটি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *