

অনলাইন ডেস্ক :
তামিলের জনপ্রিয় তারকা ধানুশের বহুল প্রতীক্ষিত সিনেমা অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার নাম ‘জগমে ঠান্ডিরাম’। আসছে ১৮ জুন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।
আরও জানা গেল বিশ্বের প্রায় ১৯০টি দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ধানুশের এ সিনেমা।
‘জগমে ঠান্ডিরাম’- এ ধানুশসহ আরও অভিনয় করেছেন শ্বরিয়া লেকস্মি, কালাইয়ারসন, জোজু জর্জ এবং গেম অফ থ্রোনসের জেমস কসমো। গ্যাংস্টার ঘরনার এই সিনেমাটি পরিচালনা করেছেন কার্তিক সুব্বরাজ।
এ ব্যাপানে পরিচালক বলেন, ‘জগমে ঠান্ডিরাম আমার স্বপ্নের সিনেমা। অনেক সময় নিয়ে আমরা এর শুটিং শেষ করেছি। গল্প থেকে শুরু করে সব কিছুতেই দর্শকরা নতুন একটি রোমাঞ্চ খুঁজে পাবে। আশা করছি দর্শকদের দারুণ কিছু উপহার দিতে যাচ্ছি। এখন শুধু দিন কয়েকের অপেক্ষা।’