
অনলাইন ডেস্ক :
এবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বিটিএস তারকা সুগা। ব্যান্ডটির তৃতীয় সদস্য হিসেবে বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন এই গায়ক।
এখন পর্যন্ত জিন এবং জে-হোপ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন। শুক্রবার সুগা সামরিক কার্যক্রম শুরু করেন।
বিটিএস এজেন্সি বিগহিট মিউজিক পূর্বেই জানিয়েছে, সুগার বিদায়ের জন্য কোনও আনুষ্ঠানিক আয়োজন অনুষ্ঠিত হয়নি। সুগার পর বিটিএসের অপর সদস্য আএরম, জিমিন, ভি এবং জাংকুকও সামরিক সেবায় যোগ দেবেন বলে জানা গেছে।সূত্র: বিবিসি