করোনাভাইরাসে মৃত্যু ছাড়াল ৩৩ লাখ ১৭ হাজার, আক্রান্ত প্রায় ১৬ কোটি

অনলাইন ডেস্ক :

 

 

 

 

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ১৭ হাজার ৪৯২ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৫৭৮ জন মানুষ। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৮৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১১ হাজার ৯৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৮২ লাখ ১৫ হাজার ২৮৫ জন।

 

 

 

 

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৬ হাজার ১৭৯ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ১৫ হাজার ৩০৮ জনের দেহে।

 

 

 

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯২৭ জন। মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ২৫ জন।

 

 

 

 

 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ১৪ হাজার ৩০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৩ হাজার ৪৩৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *