অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে সিঙ্গাপুরে নতুন করে ৪৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট ৮ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চারজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৭ মার্চ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৩২ জন৷ আজকে আরও ১১ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮৩ জন। এই পর্যন্ত সিঙ্গাপুরে ২ জনের মৃত্যু হয়েছে৷
আক্রান্ত ৪৯ জনের মধ্যে ২২ জনই সর্বশেষ ইউরোপ, উত্তর আমেরিকা ও আসিয়ানভুক্ত দেশগুলো থেকে ভ্রমণ করে সিঙ্গাপুর ফিরেছেন। ২৭ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ ৪৩২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ১৭ জনের আইসিইউতে রয়েছেন।