কুষ্টিয়া প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন বটতৈল হইতে ত্রিমোহনী গামী বাইপাস রাস্তার ডান পাশের্^ জনৈক শাহাজাহান এর বন্ধ চায়ের দোকানের সামনে হতে আসামী মোঃ রুবেল রানা (২৩), পিতা-মোঃ বাবর আলী, সাং-কোন্দরপদিয়া (ইউপি-মনোহরদিয়া), থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে-৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল, ০২ টি সিমকার্ড ও নগদ-১৩০/-টাকাসহ গ্রেফতার করেন। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ০১টি মাদক মামলা দায়ের হয়েছে।
Posted in সমগ্র জেলা
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার
July 17, 2019