আরিফ (কুষ্টিয়া): সুস্থ কিডনি সবার জন্য সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে সরকারী ও বেসরকারী উদ্যোগে আয়োজন করা হয় র্যালী ও আলোচনা সভা।
ডা. মেহেদি হাসান আলোচনা সভায় কিডনি রোগ বিষয়ে সচেতনতার ওপর আলোচনা করেন। একটি বেসরকারী সংগঠনের পরিচালক আফতাব আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের পাখি সংগঠনের সহ-সভাপতি নুরুল ইসলাম।