বেনাপোল প্রতিনিধি :
ভারতীয় করোনার ভ্যারিয়েন্ট প্রতিরোধে ভারতফেরত ব্যক্তিদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাত্রীদের সচেতন করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এছাড়া ভারতীয় ট্রাক চালকরা যাতে বন্দরের বাইরে আসতে না পারে, সেজন্য পুলিশ কঠোর নজরদারি বাড়িয়েছে।
মঙ্গলবার সকালে বেনাপোল বন্দরের যাত্রী টার্মিনালে ভারত ফেরত যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা কর্মসূচির উদ্বোধন করেন থানার ওসি মামুন খান।
এদিকে, বেনাপোলে বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রীদের মধ্যে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ভারত থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৭০ জন যাত্রী ফিরে এসেছে। মঙ্গলবার ৫৬ জন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছে বলে নিশ্চত করেছেন ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাত্রীদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি নিশ্চিত করছে পুলিশ। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।