ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট থেকে ২০ হাজার ইউএস ডলার ও ২,২৪০ ভারতীয় রুপিসহ নারায়ণ (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
দুপুরে তাকে আটক করা হয়।
আটক নারায়ণ মুন্সিগঞ্জ জেলার সিরাজদী খান থানার বরুইহাজী গ্রামের বিজয়ের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে তাকে ২০ হাজার ইউএস ডলার ও ২,২৪০ ভারতীয় রুপিসহ আটক করা হয়।
বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।