দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৬৪ মৃত্যু, শনাক্ত ৯,৯৬৪ জন

অনলাইন ডেস্ক :

 

 

 

 

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১৫ হাজার ২২৯ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯,৯৬৪ জনের, যা এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলেন ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

 

 

 

 

 

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ৫১৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। ২৪ ঘণ্টায় মোট টেস্ট করা হয় ৩৪ হাজার ২ জনের। টেস্টের বেবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

 

 

 

 

এর আগে গতকাল রবিবার দেশে করোনায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৮ হাজার ৬৬১ জন। এর আগে গত ১ জুলাই ১৪৩ জনের মৃত্যু হয়। এরপরের দিন ১৩২ জন মারা যান। ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *