করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানি খুলনা ও ঢাকা বিভাগে

অনলাইন ডেস্ক :

 

 

 

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানি খুলনা ও ঢাকায়। খুলনা বিভাগে সর্বোচ্চ ৬৬ জনের ও ঢাকায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে, গতকালই একদিনে সর্বাধিক ১৬৩ জন মারা যাওয়ার রেকর্ড হয়েছিল। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের।

 

 

 

 

 

 

একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে রেকর্ড ১১ হাজার ১৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ১১ হাজার ৫৬৮ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *