ভারতে ফের দৈনিক সংক্রমণের ঊর্ধ্বগতি

অনলাইন ডেস্ক : ভারতে ফের বাড়ল দৈনিক সংক্রমণ। একটানা কয়েকদিন গোটা দেশের দৈনিক সংক্রমণের সামগ্রিক পরিসংখ্যানে কিছুটা হলেও স্বস্তিতেই ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভারতে আরও ৭২ হাজারেরও বেশি মানুষ নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

দেশজুড়ে ফের বাড়ল সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। উৎসবের মৌসুমের মুখে গোটা দেশে তাণ্ডব চালাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত এবং আক্রান্ত দু’টি সংখ্যাই আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তবে স্বস্তির খবর হলো, করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে করোনাজয়ীর সংখ্যাও। বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ৭২ হাজার ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

গতকালের থেকে এই পরিসংখ্যান প্রায় ১১ হাজার বেশি। গোটা দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭ লাখ ৫৭ হাজার ১৩২ জন। এরই পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

বুধবার সকাল পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪ হাজার ৫৫৫ জন। একদিকে যেমন সংক্রমণ বেড়েছে তেমনি সুস্থও হয়েছেন অনেকে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮২ হাজারেরও বেশি মানুষ।

দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার সর্বাধিক সংক্রমণ। বুধবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৬৫ হাজার ৯১১। করোনা আক্রান্ত হয়ে সেরাজ্যে ৩৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

দক্ষিণের একাধিক রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনা। তামিলনাড়ুতে ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। কর্নাটকে সংক্রমিতের সংখ্যা ৭ লাখের দোরগোড়ায় পৌঁছেছে। অন্ধ্রপ্রদেশেও ৭ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *