

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে ৫১০ গ্রাম গাঁজাসহ মোস্তফা মন্ডল (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মিরপুর উপজেলার মশান বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোস্তফা মন্ডল গ্রামের মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র এএসপি মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি অভিযানিক দল মিরপুরের মশান বাজারে অভিযান চালিয়ে ৫১০ গ্রাম গাঁজাসহ মোস্তফা মন্ডলকে আটক করে। আটকের পর আসামিকে মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।











