বেনাপোল সীমান্ত দিয়ে পাচার হচ্ছিল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ

বেনাপোল প্রতিনিধি :

 

যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধারের ২০ ঘণ্টার ব্যবধানে আবারো বেনাপোল সীমান্ত থেকে আটক হল স্বর্ণের আরও একটি বড় চালান। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বিজিবি বেনাপোলের পাঁচভুলোট সীমান্ত থেকে জব্দ করেছে প্রায় ১০ কেজি ওজনের ৭২ পিস স্বর্ণেরবার। 

 

ফলে বিজিবি কর্তৃক ২ দিনে জব্দকৃত স্বর্ণের পরিমাণ প্রায় ২৭ কেজি। বিজিবি জানিয়েছে, পুটখালী গ্রামের মেহেদী হাসান রহমতপুর গ্রাম দিয়ে মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে সে মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

 

এসময় বিজিবি মোটরসাইকেলের ট্যাংকি তল্লাশি করে ৯ কেজি ৫শ’ ৫৪ গ্রাম ওজনের ৭২ পিস স্বর্ণের বার জব্দ করে। এর আগে, বুধবার রাতে বেনাপোলের আমড়াখালি এলাকায় বেনাপোল গামি একটি পিকআপে তল্লাশি করে সাড়ে ১৬ কেজি স্বর্ণেরবারসহ দু’জনকে আটক করে। আটককৃতদের শার্শা থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ছয় কোটি ৭৮ লাখ টাকা। স্বর্ণের বারগুলো শার্শা থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় পলাতক মেহেদীকে আটক করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *