

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিকশা উল্টে একই পরিবারের ৮ জন আহত হয়েছেন।
১৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামে এ দূর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা গেছে, ভাগজোত গ্রামের আহাদ মোল্লা তার পরিবারের সদস্যদের নিয়ে একই এলাকার নাদিমের অটোরিকশায় করে মৃত্যুর সংবাদ শুনে তারাগুনিয়া এলাকায় নিকট আত্মীয়ের বাড়িতে যান। সেখানে মৃতের দাফনকার্য সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন। পথে ভাগজোত এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে যাত্রীবোঝাই অটোরিকশাটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এতে আহাদ মোল্লা (৫৬), তার পিতা নিজাম মোল্লা (৭৬), মাতা আছিয়া খাতুন (৬৪), মিনারুল (৪৫), রাজিয়া খাতুন (৪০), রিংকি খাতুন (১৯) ও অটো রিক্সার চালক নাদিম (৩৫) আহত হোন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতদের মধ্যে অটোচালক নাদিম ও বৃদ্ধ নিজাম মোল্লার অবস্থা আশংকজনক বলে জানা গেছে।












