ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের কোতয়ালী থানাধীন পুলের হাট মেইন রোড হতে ১২০৫০ কেজি ভারতীয় ঔষধ তৈরীর কেমিক্যাল আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ দল।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, বিপুল পরিমান ভারতীয় ঔষধ তৈরির একটি কেমিক্যাল চালান যাবে। এরই ধারাবাহিকতায় পূর্ব তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের হাবিলদার মোঃ আব্দুল মতিন এর নের্তৃত্বে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোর কোতয়ালী থানাধীন পুলের হাট মেইন রোড হতে ০১ টি কাভার্ড ভ্যানসহ ১২০৫০ কেজি ভারতীয় ঔষধ তৈরীর কেমিক্যাল আটক করা হয়।
আটককৃত কেমিক্যাল এর সিজার মূল্য ৩০,৩২,৫০,০০০/- (ত্রিশ কোটি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
যশোর (৪৯) বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানসহ আটককৃত ঔষধ তৈরীর কেমিক্যাল যশোর বিভাগীয় শুল্ক গোডাউন এ জমা করা হয়েছে।