অনলাইন ডেস্ক :
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারির ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত বাংলাদেশের ওপর দিয়ে অপেক্ষাকৃত ঠাণ্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই ছয় দিন রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের অনেক জেলায় সকালের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় সকালে তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ফলে আগামী সপ্তাহে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সকালে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করে শ্রীলঙ্কা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উত্তর-পশ্চিমে তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারা দেশের রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।