কারা ব্যবহার করছে আপনার ওয়াইফাই জেনে নিন

অনলাইন ডেস্ক :

 

আপনার ওয়াইফাই বাইরের কেউ ব্যবহার করছে কি না তা জানতে চান অনেকেই। লুকিয়ে অন্য কেউ যেন ওয়াইফাই ব্যবহার করতে না পারে সেজন্য অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। এ ছাড়াও দেখে নিন কারা আপনার ওয়াইফাই ব্যবহার করছে-

 

► এই অবস্থায় ঘরের কোন অংশে কেমন স্পিড থাকছে তা রিয়েল টাইমে জেনে নিন। এ জন্য গুগল প্লে-স্টোর থেকে ‘ওয়াইফাই এআর’ অ্যাপটি ডাউনলোড করে নিন।

 

► অ্যাপটি ডাউনলোড করলে এটি বেশ কিছু বিষয়ে অনুমতি চাইবে। এরপর রিয়েল টাইমে দেখা যেতে পারে কোন এরিয়া নেটওয়ার্কের স্পিড কেমন।

 

► এ ছাড়া নিজের নেটওয়ার্কে কোন কোন ডিভাইস যুক্ত করা আছে তা দেখে নিন। এ জন্য গুগল প্লে-স্টোর থেকে ‘ফিং’ অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই অ্যাপটি ইনস্টল করতে পারবেন। এই অ্যাপটিকেও প্রয়োজনীয় কিছু অনুমতি দিতে হবে। তারপর আপনার নেটওয়ার্কে কোন ডিভাইস যোগ করা হয়েছে তা দেখা যাবে। চাইলে সেসব অজানা ডিভাইস সরিয়েও ফেলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *