পেঁয়াজের বাজারে ভোক্তার অভিযান, ১১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক :

 

পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আজও অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ১১৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।

 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা মহানগরীতে অধিদফতরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সারাদেশে ৫৭টি টিম কর্তৃক বাজার অভিযানের মাধ্যমে ১১৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

 

এর আগে, সোমবার (১১ ডিসেম্বর) সারাদেশে ৫৩টি টিম কর্তৃক বাজার অভিযানের মাধ্যমে ১২২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *