

নিউজ ডেস্ক :
বুধবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তিন বাহিনীর প্রধানবৃন্দ, জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তরের মেয়রগণ, বাংলা একাডেমির মহাপরিচালক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশনারবৃন্দ, সম্মানিত ভাষা সৈনিকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সম্মানিত সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অনুষদের ডিনবৃন্দ ও হলের প্রাধ্যক্ষবৃন্দ। এরপর সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য শহীদ মিনার উন্মুক্ত থাকবে।